Posts

Recommended for you

বাংলা কবিতা - গর্ভ

Image
শিরোনামঃ গর্ভ লেখকঃ সুমিত্র নাথ image source: bengali.news18.com একবার মায়ের গর্ভ থেকে ঘুরে আসতে ইচ্ছে হয়। কেমন হয় নারীর নাড়ি? কেমন নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা সেই ঘরটা? যেখানে দশ মাস দশ দিনে পূর্ণ হয় মাংসপিণ্ড। একবার দেখতে ইচ্ছে হয়। কোলাহলে ভরা শহর ছেড়ে একবার নিস্তব্ধতায় হারাতে ইচ্ছে করে, দশ মাস দশ দিন। ইদানীং সকালটা খুব ভোরে হয়ে যায়। কথা ছিল পাখির ডাকে ঘুম ভাঙার, কিন্তু দুঃস্বপ্নের ঘোরে জেগে উঠি। বড্ড জানতে ইচ্ছে করে, গর্ভে থাকা সেই সময়টাতে দুঃস্বপ্ন জাগায় কিনা! কিংবা ঘুম ভাঙে কিভাবে? নোংরা প্রতিযোগিতা, হিংসা, ক্রোধ ছেড়ে কিছুটা দূরে থাকতে এর চেয়ে ভালো উপায় আছে কি না জানা নেই। অসত্যের পৃথিবীতে নির্লোভ জীবন যেখানে কষ্টকর, নির্ভয়ে থাকতে চাওয়াটা যেখানে উচ্চাভিলাস, যেখানে সব চাহিদাও সুখকর নয় সেখান থেকে পালিয়ে যেতে চাই। দুর্যোগ, মহামারি, রক্ত নিয়ে খেলার এই গ্রহে নিরাপদ আশ্রয় আর কোথায় আছে? কে দিতে পারে সে ঠিকানা? যেখানে ছুঁতে পাবে না, দেখা পাবে না কেউ। একবার সেই নিঃশব্দে হারিয়ে যেতে চাই আরও একবার মায়ের গর্ভে ফিরে যেতে চাই। লেখকের ফেসবুক আইডি থেকে ঘুরে আসুন এখান থেকে

Body Shaming-The Most Prevailing Dilemma Of Our Society|বডি শেমিং- আমাদের সমাজের নীরব ঘাতক

Image
“আরে দেখ দেখ, মেয়েটা একদম গোল আলুর মতো দেখতে!” “ভাই, ভুঁড়িটা তো বেশ ভালোই গোলগাল দেখাচ্ছে। কোন দোকানের চাল খান আপনি?” হাসি-ঠাট্টার ছলে প্রতিদিন কতবার এই কথাগুলো আমরা বলি আর শুনি, তার কোনো ইয়ত্তা নেই। যেন অতিরিক্ত বা কম ওজন নিয়ে মজা করলেই পৃথিবী থেকে ওজনজনিত সমস্যা গায়েব হয়ে যাবে। তা তো যাবেই না, বরং এমন সব কথা প্রতিনিয়ত শুনতে শুনতে ঐ ব্যক্তি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকেন। তার মাঝে জন্ম নেয় একধরনের বিষণ্ণতা, যা ধীরে ধীরে মানসিক অসুস্থতায়ও পর্যবসিত হতে পারে। যে যেমন, তাকে তেমনভাবে মেনে নিতে না পারার ব্যর্থতা হয়তো আমাদেরই, কিংবা এরকম সমাজে বেড়ে ওঠা তারই (ব্যক্তিত্বের) প্রতিফলন। প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কোনো যৌক্তিকতা নেই। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, চলার পথে কতবার আপনাকেও এই বিষয়টির সম্মুখীন হতে হয়েছে? নিজের বাহ্যিক উপস্থাপনের ভঙ্গি পরিবর্তন করতে বলা হয়েছে? শুধু চিকন বা মোটা হওয়া নিয়ে সমস্যা থাকলে তা-ও চলতো। কারো হয়তো সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞার চেয়ে চোখ দুটো একটু ছোট, নাকটা একটু বোঁচা, মুখে ব্রণ বা কোনো কাটা দাগ আছে। ব্যস, তাহলেই আর রক্ষা নেই। ...

6 popular bangla blog site - ৬ টি বাংলা জনপ্রিয় ব্লগিং সাইট।

Image
লকডাউনে একটানা থাকতে থাকতে আমরা সবাই মোটামুটি বিরক্ত। এই বিরক্তি কাটানোর জন্য মুভি,গেমিং,ফেসবুকিং এসবের পাশাপাশি কিছু বাংলা ব্লগ ঘুরে আসতে পারেন। পড়তে পারেন বিভিন্ন ব্লগারের বিভিন্ন বিষয়ক ব্লগ।